সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

অক্টোবর, ২০১৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সখের বাজার চোরাবাগানের মিত্রবাড়ি ::Shokher Bazar Mitro Bari

সখের বাজার নেই , কিন্তু চোরবাগান নামটি থেকে গেছে। জলজঙ্গলের কলকাতায় সেই যে কবে গঙ্গা স্নানার্থীদের সর্বস্ব লুটপাট করে নিত চোর-ডাকাতের দল, তখন   থেকেই জায়গাটির নামের সেই কলঙ্ক ঘুচল না। অথচ অষ্টাদশ শতকে যে জমজমাট রঙিন বাজার বসত এখানে , যার থেকে নাম সখের বাজার , সেই নামটিই কিন্তু কবে লুপ্ত হয়ে গেছে। আজকের মুক্তারামবাবু স্ট্রিট অঞ্চলটিই চোরবাগান , সখের বাজারও ছিল এখানে । চোরবাগানের বিখ্যাত মিত্রবাড়িতে আসতে হলে এখানেই আসতে হবে । চিত্তরঞ্জন অ্যাভেনিউ দিয়ে মুক্তারামবাবু স্ট্রিট ঢুকে কয়েক পা এগোলেই ডান হাতে পড়বে মিত্রবাড়ি । এঁদের আদি বাড়ি কোন্নগরে। রামরাম মিত্র ছিলেন মুর্শিদাবাদের  নবাবের দেওয়ান। কোন নবাবের দেওয়ান তাঁর নামটি জানতে পারিনি। শুধু জানা যায়  দেওয়ানি থেকে প্রচুর অর্থ উপার্জনের পর রামরাম গোবিন্দপুরে এসে বসবাস ও ব্যবসাপত্র শুরু করেন। তাঁর ছেলে অযোধ্যারাম। ইস্ট ইন্ডিয়া কোম্পানি গোবিন্দপুরে কেল্লার জন্য জমি নিলে অযোধ্যারাম চলে আসেন মেছুয়াবাজারে । তাঁর দুই ছেলে কৃপারাম ও জগন্নাথ । বিষয়সম্পত্তি ভাগ-বাঁটায়ারার পর কৃপারাম চলে গেলেন শুড়া গ্রামে (আজকের বেলেঘাটা অঞ্চলে)