সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জুলাই, ২০১৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সাবর্ণ রায়চৌধুরীর বাড়ি

মা  ত্র ১৩০০ টাকায় বিক্রি হয়ে গেল কলকাতা। সেই সঙ্গে আরও দুটি গ্রাম — সুতানুটি ও গোবিন্দপুর । ১৬৯৮ সালের ১০ নভেম্বর। বড়িশার সাবর্ণ রায়চৌধুরী পরিবারের কাছ থেকে সেদিনের সেই তিনটি অজ পাড়া গাঁ কিনে নিয়েছিলেন ইস্ট ইন্ডিয়৷ কোম্পানি । ওই তিনটি গ্রাম নিয়ে আস্তে-আস্তে গড়ে উঠল আজকের জমজমাট শহর কলকাতা । আর ওদিকে তখন সাবর্ণ রায়চৌধুরীদের ঘরবাড়ি ভাঙতে-ভাঙতে শরিকদের মধ্যে ভাগবাঁটোয়ারা হতে হতে প্রায় নিশ্চিহ্ন হয়ে গেল। অতীতের নিদর্শন বলতে আছে এখন প্রায় ৩৭০ বছরের পুরনো দুৰ্গাপুজোটি , ঠাকুরদালান , তার সামনে আকাশ মাথায় নিয়ে দাঁড়িয়ে-থাকা আটচালার কয়েকটি থাম এবং কুলদেবতা রাধাকান্ত জিউয়ের বিগ্রহ। পুরনো বাড়ির শেষ চিহ্ন বলতে আছে , ৬৪ সাবর্ণপাড়া রোডের প্রায়ান্ধকার , সঙ্কীর্ণ একটি ঘুলঘুলি এবং কাদামাটি দিয়ে গাঁথা পাতলা ইটের ৪৫ ইঞ্চি দেওয়াল। আজ যখন বাড়ি তৈরি করতে ৫ ইঞ্চি বা ১০ ইঞ্চি দেওয়ালই যথেষ্ট , সেখানে এরকম ৪৫ ইঞ্চি পুরু দেওয়াল উল্লেখ করার মতো বিষয়। লক্ষ্মীকান্ত মজুমদার হিজরি ১০১৫ বা ইংরেজি ১৬২৬ সালে মহারাজা মানসিংহের সুপরিশে মুঘল দরবার থেকে মজুমদার ও রায়চ